স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে আজ ২ এপ্রিল ২০১৮ তারিখে শালিখা উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা জেলা তথ্য অফিস, মাগুরার আয়োজনে এ সংগীতানুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আড়পাড়া আইডিয়াল হাই স্কুল এবং আড়পাড়া বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, শালিখা সুমী মজুমদার। অনুষ্ঠানে উদ্বুদ্ধকরণ সংগীত পরিবেশন করেন জেলা তথ্য অফিসের শিল্পীদল ও শালিখা উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার, সুমী মজুমদার।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS